তবে কি তৃণমূলের সঙ্গে জোট করতে চলেছে মালদা জেলা কংগ্রেস ? কি বললেন বর্ষিয়ান কংগ্রেস নেতা দেখুন ভিডিও

নিজস্ব সংবাদদাতা,মালদা, ২২শে নভেম্বর : প্রদেশ কংগ্রেস সভাপতির উল্টো সুর দক্ষিণ মালদার সাংসদ আবু হাসেম খান চৌধুরীর। ফের তৃণমূলের সঙ্গে জোট এর পক্ষে সওয়াল করলেন বর্ষিয়ান এই কংগ্রেস নেতা। যদিও জোটকে বিশেষ আমল দিতে নারাজ জেলা বিজেপি নেতৃত্ব। লোকসভা নির্বাচন যতই এগিয়ে আসছে ততই সরগরম হচ্ছে দেশের রাজনীতি। ব্যতিক্রম নয় এ রাজ্য। ইতিপূর্বেই মালদার দুই সাংসদ মৌসম বেনজির নূর ও আবু হাসেম খান চৌধুরী জোটের পক্ষে সওয়াল করেছিলেন। যদিও সম্প্রতি প্রদেশ কংগ্রেস সভাপতি তৃণমূলের সাথে জোটে না রা’খ তাই স্পষ্ট বুঝিয়ে দেন। কিন্তু আবার তৃণমূলের সাথে জোটের পক্ষে সওয়াল করলেন বর্ষীয়ান কংগ্রেস নেতা ও দক্ষিণ মালদার সাংসদ আবু হাসেম খান চৌধুরী। তিনি বলেন পঞ্চায়েতে সিপিএমের সাথে জোট করা হয়েছিল কিন্তু ওদের ভোটার নেই।

তাই বিজেপিকে আটকাতে তৃণমূলের সাথেই জোট করা প্রয়োজন। ইতিপূর্বে রাহুল গান্ধীকে জোটের কথা তিনি জানিয়েছেন। দিল্লি গিয়ে আবার তিনি রাহুল কে বলবেন। বারবার তৃণমূলের সাথে জোটের কথা বলেছেন জেলা কংগ্রেস নেতৃত্ব। তবে বিষয়টিকে তেমন আমল দিতে নারাজ জেলা তৃণমূল নেতৃত্ব। জেলা তৃণমূলের কার্যকরী সভাপতি দুলাল সরকার বলেন জোটের বিষয়ে যা সিদ্ধান্ত নেওয়ার তৃণমূল সুপ্রিমো মমতা ব্যানার্জি নেবেন। তবে মালদায় এককভাবে লড়াই করতে তৈরি তৃণমূল কংগ্রেস। এদিকে জোটকে খুব একটা গুরুত্ব দিতে নারাজ জেলা বিজেপি ও। জেলা বিজেপি সভাপতি সনজিৎ মিশরের দাবি উত্তর মালদা লোকসভা কেন্দ্রে অনেকটাই এগিয়ে রয়েছে বিজেপি। জোট হোক বা না হোক ওই কেন্দ্রে বিজেপি জয়ী হবে। জোট না হলে দক্ষিণ মালদাতে এগিয়ে থাকবে বিজেপি। আর জোট হলে বিজেপির সাথে লড়াই হবে জোটের।