জীবন্ত কঙ্কালের সঙ্গে সন্যাসীনির নাচ ! ছবি দেখে তাজ্জব সকলে

জীবন্ত কঙ্কালের সঙ্গে সন্যাসীনির নাচ ! ছবি দেখে তাজ্জব সকলে

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram
তাজ্জব

জীবন্ত কঙ্কালের সঙ্গে সন্যাসীনির নাচ ! ছবি দেখে তাজ্জব সকলে । বলা যায় হাড় হিম করা ঘটনা। যে ঘটনা দেখে শিউরে উঠেছেন  সাধারণ মানুষ। এমনকি  ভৌতিক কার্যকলাপে অবিশ্বাস রয়েছে যাঁদের, তাঁরাও এমনকি ঘটনাটা দেখে একেবারে চুপ। ।

 

সম্প্রতি বিভিন্ন সামাজিক ধ্যমে তুমুলভাবে ভাইরাল হয়েছে কয়েকটি ছবি। কবরস্থানে এক সন্ন্যাসিনী কয়েকটি কঙ্কালের সঙ্গে নাচ করছেন।  তবে ভাইরাল ছবি এই মুহূর্তে সামাজিক মাধ্যমে  আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে।

 

আর ও পড়ুন      তালিবানদের উত্থানে কেন আশঙ্কার মেঘ দেখছে ভারত ?

 

একাধিক সংবাদ সুত্রে   জানা গিয়েছে,   ইংল্যান্ডের ইয়র্কশায়ার কাউন্টির হাল সিটির হাল জেনারেল সেমেট্রির পাশ দিয়ে যাওয়ার সময় এক সাইকেল আরোহী এই দৃশ্য দেখতে পান। প্রথমে অবিশ্বাস্য মনে হলেও, সাইকেল থামিয়ে গোটা বিষয়টি পরখ করেন তিনি। তারপর মোবাইল ফোনে  সেই মুহূর্ত বন্দি করেন ওই ব্যক্তি।

 

যেখানে সন্ন্যাসিনীর বেশে এক মহিলা একটি শিশুর কঙ্কাল নিয়ে খেলা করছেন দেখা গিয়েছে। তাছাড়াও একটি কুকুরের কঙ্কাল নিয়েও খেলতে দেখা যায় ওই মহিলাকে। শুধু ওই সাইকেল আরোহী নন, দৃশ্য দেখে স্তম্ভিত হয়ে গিয়েছিলেন আরও বহু মানুষ।

 

উল্লেখ্য, , ১৮৪৭ সালে কবরস্থানটি তৈরি করা হয়। ১৯৭২ সাল পর্যন্ত কবরস্থানটি ব্যবহার হত। কিন্তু সন্ন্যাসিনীর সঙ্গে ওই কঙ্কালের কোনও সম্পর্ক রয়েছে তা নিয়ে বাড়ছে  কৌতূহল।

 

উল্লেখ্য, বিভিন্ন সামাজিক ধ্যমে তুমুলভাবে ভাইরাল হয়েছে কয়েকটি ছবি। কবরস্থানে এক সন্ন্যাসিনী কয়েকটি কঙ্কালের সঙ্গে নাচ করছেন।  তবে ভাইরাল ছবি এই মুহূর্তে সামাজিক মাধ্যমে  আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে। জানা গিয়েছে,   ইংল্যান্ডের ইয়র্কশায়ার কাউন্টির হাল সিটির হাল জেনারেল সেমেট্রির পাশ দিয়ে যাওয়ার সময় এক সাইকেল আরোহী এই দৃশ্য দেখতে পান।

 

প্রথমে অবিশ্বাস্য মনে হলেও, সাইকেল থামিয়ে গোটা বিষয়টি পরখ করেন তিনি। তারপর মোবাইল ফোনে  সেই মুহূর্ত বন্দি করেন ওই ব্যক্তি। যেখানে সন্ন্যাসিনীর বেশে এক মহিলা একটি শিশুর কঙ্কাল নিয়ে খেলা করছেন দেখা গিয়েছে। তাছাড়াও একটি কুকুরের কঙ্কাল নিয়েও খেলতে দেখা যায় ওই মহিলাকে। শুধু ওই সাইকেল আরোহী নন, দৃশ্য দেখে স্তম্ভিত হয়ে গিয়েছিলেন আরও বহু মানুষ।

 

জীবন্ত কঙ্কালের সঙ্গে সন্যাসীনির নাচ !  এই ছবি দেখে তাজ্জব সকলে । বলা যায় হাড় হিম করা ঘটনা। যে ঘটনা দেখে শিউরে উঠেছেন  সাধারণ মানুষ। এমনকি  ভৌতিক কার্যকলাপে অবিশ্বাস রয়েছে যাঁদের, তাঁরাও এমনকি ঘটনাটা দেখে একেবারে চুপ। ।

 

(ছবি সত্যতা যাচাই করেনি সাইন টিভি, ছবিটি সংগ্রহিত)

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top