তিতলির প্রভাবে চলছে বৃষ্টিপাত

আবহাওয়া দপ্তর সূত্রের পূর্বাভাস অনুযায়ী বুধবার বিকেল থেকে রাজ্যের বিভিন্ন জায়গায় শুরু হয়েছে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত। সেই মোতাবেক গভীর রাত থেকে মুশলধারে বৃষ্টি শুরু হয়েছে মুর্শিদাবাদ জেলার বিভিন্ন এলাকায়। বৃষ্টির সাথে হালকা ঝোড়ো হাওয়ার কারণে দিনের তাপমাত্রা কমেছে অনেকটাই।

আগামী আরো ৪৮ ঘন্টা দশ থেকে পনেরো কিলোমিটার বেগে দমকা হাওয়ার সাথে এই অকাল বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিক্ষিপ্তভাবে বলে আবহাওয়া সপ্তর সুত্রে খবর। দক্ষিণপূর্ব দিক থেকে উত্তরপশ্চিমে বাহিত এই ঝোড়ো হাওয়ার গতিবেগ বাড়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে জেলা আবহাওয়া দপ্তর। কখনো হালকা তো কখনো ভারী- অবিরাম এই বৃষ্টিপাতের কারণে বৃহস্পতিবার সকাল থেকে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। শারদোৎসবের প্রাক্কালে লাগাতার এই বৃষ্টির কারণে কপালে চিন্তার ভাঁজ দেখা দিয়েছে সাধারণ মানুষের পাশাপাশি পুজো কমিটির উদ্যোক্তাদেরও। পুজোর প্রাক্কালে সমুদ্র উপকূলবর্তী এলাকায় আছড়ে পড়া তিতলি ঝড়, রাজ্য জুড়ে শুরু হওয়া ঝোড়ো হাওয়ার সাথে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাত- কেমন কাটবে বাঙালীর আসন্ন শারদোৎসব- প্রশ্ন এখন একটাই।