নিজস্ব সংবাদদাতা,বহরমপুর ,১০ই ডিসেম্বর : মুর্শিদাবাদ তৃণমূলের জেলা সহ সভাপতিকে মারধরের ঘটনায় গ্রেপ্তার বহরমপুর পৌরসভার তৃণমূলের কাউন্সিলার কানাই রায়। এই ঘটনায় গ্রেপ্তার হায়েছে আরও এক সক্রিয় তৃণমূল কর্মীকে। ধৃতদের সোমবার বহরমপুর আদালতে তোলা হয়।
রবিবার সন্ধে বেলায় বহরমপুরে জেলা তৃণমূলের কার্যালয়ে ঢুকে জেলা সহ সভাপতি অশোক দাসকে বেধড়ক মারধর করে বেশ কয়েক জন, এই ঘটনায় মোট ৭ জনের নামে FIR করা হয়। তারমধ্যে কানাই রায় রয়েছেন তিনি বহরমপুর পৌরসভার ৩ নাম্বার ওয়ার্ডের কাউন্সিলার, এবং তিনি তৃণমূলের প্রতিকি নিয়ে জয়লাভ করে ছিলেন, কানাই রায় সহ যাদের নামে বহরমপুর থানায় FIR হয়েছে তারা হলেন ফিরোজ সেখ,জালাউদ্দিন আহামেদ,বরূন দত্ত, মিলন সেখ,আলঙ্গীর সেখ, তরুণ গালেরা। এই এখন পর্যন্ত দুই জনকে গ্রেপ্তার করেছে পুলিশ বাকিদের খোঁজে তল্লাশী শুরু হয়েছে।