দোকানের কাজকর্ম সেরে রাতে বাড়ি যাওয়ার পথে বিজেপির দুষ্কৃতীদের হামলায় এক তৃণমূল কর্মী গুরুতর জখম।বর্তমানে ওই তৃণমূল কর্মী মালদা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনাটি ঘটেছে মালদার ভুতনি থানার অন্তর্গত উত্তর চন্ডিপুর অঞ্চলের গঙ্গাধরটোলা এলাকায। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
আহত ওই তৃণমূল কর্মীর নাম সুদাম মণ্ডল। সে একজন মুদিখানা ব্যবসায়ী। জানা গিয়েছে শনিবার রাত্রে বাড়ি যাওয়ার সময় মাঝপথে এলাকার বিজেপির দুষ্কৃতী অভিযুক্ত মনোজ মন্ডল ও পরমেশ্বর মন্ডল সুদাম মণ্ডল পথ আটকায় তাকে ইট ও বাঁশ দিয়ে মারধর করা হয় বলে অভিযোগ । গুরুত্বর আহত অবস্থায় তাকে রাস্তায় ফেলে পালিয়ে যায় ।তৃণমূল কর্মী সুদাম মণ্ডল জানান গত পঞ্চায়েত নির্বাচন অভিযুক্ত বিজেপি কর্মী মনোজ মণ্ডল তাকে তৃণমূল কংগ্রেস ছেরে বিজেপি দলে যোগদান করার জন্য চাপ সৃষ্টি করে পাশাপাশি দলের হয়ে কাজ করতে বলে সে সময় থেকেই সুদাম মণ্ডল বিজেপি দলের হয়ে কাজ না করে তৃণমূলের হয়ে কাজ করেন। এবং সেই সময় থেকেই বিজেপির আশ্রিত গুন্ডারা তাকে প্রানে মেরে ফেলার হুমকি দেয়। ঘটনার পর আহতর পক্ষ থেকে বিজেপি কর্মীদের নামে থানায় লিখিত অভিযোগ করে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে । অভিযুক্তদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।