তৃনমূলের গোষ্ঠীদ্বন্দ্বে ফের উত্তপ্ত বাসন্তী

তৃনমূলের গোষ্ঠীদ্বন্দ্বে ফের উত্তপ্ত বাসন্তী। তৃনমূলের যুব সংগঠনের সঙ্গে তৃনমূলের মূল সংগঠনের সংঘর্ষে আহত উভয় গোষ্ঠীর মোট নয়জন। বাসন্তী থানার চুনাখালী মণ্ডল পাড়ার ঘটনা। এলাকায় উত্তেজনা থাকায় পুলিশ পিকেট বসানো হয়েছে। ঘটনায় চারজনকে আটক করে ঘটনার তদন্ত শুরু করেছে বাসন্তী থানার পুলিশ।
মূল তৃনমূল কর্মীদের দাবী তাদের এক কর্মীr বিরুদ্ধে যুব তৃনমূলের কর্মীরা কটূক্তি করে। তার প্রতীবাদ করে তাকে বেধড়ক মারধোর করে মাথা ফাটিয়ে দেওয়া হয়। এই ঘটনার অন্যান্য তৃনমূল কর্মীরা প্রতীবাদ করলে তাদের ও মারধোর করে যুব তৃনমূল কর্মীরা। পাল্টা যুব তৃনমূল কর্মীদের দাবী এলাকায় মূল তৃনমূল কর্মীরা সন্ত্রাস সৃষ্টি করছে। সোমবার রাতে তাদের কর্মীদের মারধোর করা হচ্ছে দেখে অন্য যুব কর্মীরা বাঁধা দিতে গেলে তাদের ও মারধোর করা হয় বলে জানা গেছে। এই ঘটনায় ছয়জন যুব তৃনমূল কর্মী ও তিন জন মূল তৃনমূল কর্মী আহত হয়েছে। আহতদেরকে উদ্ধার করে প্রথমে বাসন্তী হাসপাতালে ও পরে অবস্থার অবনতি হয়ে ক্যানিং মহকুমা হাসপাতালে স্থানান্তরিত করা হয়। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য-এর সৃষ্টি হয়. খবর পেয়ে বাসন্তী থানার পুলিশ এলাকায় গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে.