রাজস্থান-এক পরিবারের তিনজনের রহস্যজনক মৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। রাজস্থানের বিকানেরের এই ঘটনায় পুলিশ প্রাথমিকভাবে সন্দেহ করছে, ব্যবসায়ী নীতিন খত্রি (৪৫) তাঁর স্ত্রী রজনী (৪২) ও কন্যা জেসিকা (১৮)-কে হত্যা করে নিজেই আত্মহত্যা করেছেন।নীতিন খত্রি বিকানেরের এক ব্যবসায়ী ছিলেন। তিনি বৈদ্যুতিক সরঞ্জামের ব্যবসা করতেন এবং তার স্ত্রী ব্যবসার কাজে তাঁকে সহায়তা করতেন। তাঁদের মেয়ে জেসিকা বাণিজ্য বিভাগের ছাত্রী ছিল।
প্রায় ১৫ দিন ধরে তাদের বাড়ি থেকে দুর্গন্ধ বের হতে থাকলে প্রতিবেশীরা পুলিশকে খবর দেন। পুলিশ গিয়ে দেখেন, নীতিন দড়িতে ঝুলছেন এবং পাশে মেঝেতে পড়ে আছে রজনী ও জেসিকার দেহ।
পুলিশের অনুমান, পারিবারিক কোনও কারণেই নীতিন প্রথমে স্ত্রী ও মেয়েকে হত্যা করেন, এরপর নিজেই আত্মহত্যা করেন। তবে প্রকৃত কারণ জানতে ময়নাতদন্ত রিপোর্টের অপেক্ষা করা হচ্ছে।প্রতিবেশীরা জানান, পরিবারটি আর্থিকভাবে স্বচ্ছল ছিল এবং তাদের মধ্যে কোনও বড় সমস্যা কখনও চোখে পড়েনি কারও। তাই হঠাৎ এই ঘটনায় রহস্য বাড়ছে।
পুলিশ ইতিমধ্যেই পরিবারের আত্মীয়দের সঙ্গে যোগাযোগ করেছে এবং প্রতিবেশীদের জিজ্ঞাসাবাদ করছে। ফরেনসিক দল ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ করছে।
