শনিবার কলকাতার দমদম স্টেশন সংলগ্ন এলাকা থেকে উদ্ধার মুর্শিদাবাদের ইসলামপুর থানার টেঁকারাইপুর গ্রামের এক দম্পতির মৃতদেহ। রবিবার সকালে দম্পতির মৃতদেহ গ্রামের বাড়িতে পৌচ্ছাতেই খুনের অভিজ়োগ তুললেন পরিবারের সদস্যরা।
শনিবার কলকাতা দমদম স্টেশন সংলগ্ন এলাকা থেকে মুর্শিদাবাদের ইসলামপুর থানার টেঁকারাইপুর গ্রামের এক দম্পতির মৃতদেহ উদ্ধার হয়। রেলপুলিশ মৃতদেহ দুটি উদ্ধার করে এবং পরিচয় জানান পর রবিবার মৃতদেহ পরিবারের হাতে তুলে দেওয়া হয়। মৃতদের নাম আসরাফুল সেখ ও রানী বিবি। এদিন এই দম্পতির মৃতদেহ বাড়ীতে পৌচ্ছাতেই খুনের অভিজোগ তুলতে শুরু করে পরিবারের সদস্যরা। পরিবারের অভিজোগ রানি বিবির শরীরে ধারাল অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। ঘটনায় চাঞ্চল্য ছড়াল এলাকায়, খবর পেয়ে এদিন ঘটনাস্থলে জায় ইসলামপুর থানার পুলিশ। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। দম্পতির মৃত্যুতে ঘনীভূত হচ্ছে রহস্য