দল ছাড়লেন সি.পি.আই.এম নেতা মইনুল হাসান l শনিবার দুপুরে বহরমপুর রানীবাগান এলাকায় নিজের বাড়িতে বসে সাংবাদিক সম্মেলন করে দোল ছাড়ার কথা ঘোষণা করলেন তিনি l এদিন তিনি সাংবাদিকদের জানিয়েছেন দীর্ঘদন বামফ্রন্ট নেতা হিসাবে কাজ করেছেন আজ অনেকগুলি কারণে এই দোল ত্যাগ করছেন টোগা সালের পর থেকে দলের মধ্যে আমার মতামতকে গ্রহণযোগ্যতা দেওয়া হচ্ছিলনা l তাই এই ভাবে পার্টিতে থাকাটা যুক্তিহীন l তাই দোল ছাড়তে বাধ্য হলাম l