খাবার কিনে দেওয়ার প্রলোভন দেখিয়ে ঘরে ডেকে এনে,ব্যায়াম শেখানোর অছিলায় দুই ছাত্রীকে যৌন নির্যাতনের অভিযোগ উঠেছে বছর ৫৫ – র প্রতিবেশী এক ব্যক্তির বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে নদীয়ার তাহেরপুর থানার মাঠপাড়া এলাকায়। অভিযোগ,সোমবার সকালে মাঠপাড়ায় তৃতীয় ও প্রথম শ্রেণীর দুই ছাত্রী পাড়ার দোকান থেকে জিনিস কিনে বাড়ি ফেরার পথে বছর ৫৫ শম্ভু দাস নামে এক ব্যক্তি তাদের খাবার কিনে দেওয়ার প্রলোভন দেখিয়ে ঘরে ডেকে আনে । তারপর ওই দুই ছাত্রীকে ব্যায়াম শেখানোর অছিলায় তাদের যৌন নির্যাতন করে । এরপর ওই দুই ছাত্রী কোনো রকমে ঘটনাস্থল থেকে দৌড়ে পালিয়ে যায়। বিষয়টি জানাজানি হতেই গ্রামবাসীরা তাহেরপুর থানায় খবর দেয়। পরিবারের অভিযোগের ভিত্তিতে পুলিশ শম্ভু দাসকে গ্রেপ্তার করে। আজ তাকে রানাঘাট মহকুমা আদালতে তোলা হবে।