দোকানের তৈরী খাবারে বালি ফেলা নিয়ে দুই দোকানদারের বচসার জেরে পিঠিয়ে খুনের চেষ্টা মা বাবা ও ছেলেকে। আহত বাবা ছেলে মালদা মেডিক্যালে চিকিৎসাধীন। ঘটনাটি ঘটেছে মালদা থানার রসিলাদহ গ্রামে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
জানা গিয়েছে আহতরা হল নিখিল কর্মকার ও ছেলে সিতেশ কর্মকার। তার পরিবারের সদস্যরা জানায়, প্রতিবেশী নিখিল কর্মকারের পরিবার কেন খাদ্য সামগ্রী কাজল সাহার মুদির দোকান থেকে কিনে না। সেই কারণেই মুদির দোকান মালিক কাজল সাহার আক্রোশ ছিল নিখিল কর্মকারের ওপরে। মাঝে দোকানের জিনিসের দামদর নিয়ে তাদের মধ্যে ঝগড়াঝাটিও হয়। রবিবার সন্ধ্যায় নির্মল কর্মকারের স্ত্রী বিমলা কর্মকার তার বাড়ির সামনেই পিঠা বিক্রি করছিল। অভিযোগ সেই সময় আক্রশের বসে কাজল সাহার ছেলে বালি নিয়ে বিমলার দোকানের তৈরী পিঠার মধ্যে বালি ছড়িয়ে দেয়। সমস্ত পিঠা নষ্ট হয়ে যায়। ফলে বিমলার প্রচুর টাকা ক্ষতি হয়ে যায়। এই ঘটনার প্রতিবাদ করতে বিমলা কাজলের বাড়িতে যায়। তাদের মধ্যে বচসা শুরু হয়। সেই সময় বাঁশ লাঠি নিয়ে বিমলাকে মারধর শুরু করে। তার সঙ্গে থাকা স্বামী ও ছেলে তাকে বাঁচাতে গেলে স্বামী নিখিল এবং ছেলে সিতেশকে বেধরক মারধর করা হয়। ঘটনার গোলমালে প্রতিবেশীরা ছুটে এসে তাদের উদ্ধার করে মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসে। প্রাথমিক চিকিৎসার পর বিমলাকে ছেড়ে দেওয়া হয়। বাবা ও ছেলে সেখানে চিকিৎসাধীন। ঘটনার পর আহতর পরিবারের পক্ষ থেকে কাজল সাহা,নয়ন সাহা,ছবি সাহার নামে মালদা থানায় লিখিত অভিযোগ দায়েরয়করেছে। ঘটনার পর অভিযুক্তরা পলাতক। তাদের খোঁজ শুরু করেছে পুলিশ।
দুই দোকানদারের বচসার জেরে পিঠিয়ে খুনের চেষ্টা মা বাবা ও ছেলেকে
দুই দোকানদারের বচসার জেরে পিঠিয়ে খুনের চেষ্টা মা বাবা ও ছেলেকে
Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram