দুর্গাপুজোয় বৃষ্টি হতে পারে রাজ্যের কোন কোন জেলাগুলিতে ? জেনে নিন

দুর্গাপুজোয় বৃষ্টি হতে পারে রাজ্যের কোন কোন জেলাগুলিতে ? জেনে নিন

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram
দুর্গাপুজোয়

দুর্গাপুজোয় বৃষ্টি হতে পারে রাজ্যের কোন কোন জেলাগুলিতে ? জেনে নিন । মেঘলা আকাশ, গুমোট গরম। তারই মধ্যে ভীড়ে জমজমাট পুজো। করোনা পরিস্থিতিতে এমন এক অবস্থায় পঞ্চমীর সকাল থেকেই নিম্নচাপের ভ্রুকূটির খবরে উদ্বেগ বেড়েছে পুজো ঘিরে।  পুজোর মধ্যে কোন জেলায়, কবে কেমন থাকবে বৃষ্টি।

 

পূর্বাভাস অনুযায়ী, আগামী ২৪ ঘণ্টার মধ্যে উত্তরবঙ্গ কার্যত শুষ্ক আবহাওয়া নিয়ে পুজোর আনন্দে মাতবে। তবে , বর্ষণের হাত থেকে একেবারেই নিস্তার পাচ্ছে না উত্তরবঙ্গ। হালকা বৃষ্টির পূর্বাভাস থেকেই যাচ্ছে। সোমবারের মধ্যে দার্জিলিং ও কালিম্পং ও বর্ষণ হবে। বাকি জেলা থাকবে শুষ্ক। ফলে ঠাকুর দেখার আনন্দে সেভাব জল ঢালতে পারবে না আবহাওয়া।

 

 

আর ও পড়ুন  পুজোয় গড়িয়াহাটের ফুটপাথ থেকে শপিং করলেন ইন্দ্রাণী হালদার! ভিড় ভক্তদের 

 

 

বুধবার থেকেই দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় প্রবল বর্ষণ শুরু হয়ে যাবে, বলে আবহাএয়ার পূর্বাভাসে বলা হয়েছে। যদিও ঠাকুর দেখার পক্ষে পঞ্চমী, ষষ্ঠী , সপ্তমী ভালো সময়। কারণ দক্ষিণবঙ্গের আবহাওয়ার এই তিন দিনে সেভাবে কোনও আবহাওয়ার পরিবর্তন হবে না, বলে জানা গিয়েছে। তবে ১৩ অক্টোবর অষ্টমী থেকে প্রবল বর্ষণের আশঙ্কা রয়ে যাচ্ছে। অষ্টমীই নয়, নবমী , দশমীও ভিজতে চলেছে।

 

অষ্টমীর সকাল থেকেই দক্ষিণবঙ্গের একাধিক জায়গায় প্রবল বর্ষণ হতে পারে। দুই ২৪ পরগনা , হুগলি, কলকাতা, হাওড়া অষ্টমী থেকেই প্রবল বর্শণে ভিজতে পারে। বর্ষণের পরিমাণ বাড়তে পারে নবমী দশমীতে।

 

এবারের দুর্গাপুজো ভাসাতে চলেছে নিম্নচাপ। এর ফলে আগামী কয়েক দিনের মধ্যে আন্দামান সাগর ও তার সংলগ্ন এলাকায় প্রবল বর্ষণ হতে পারে। একটি ঘূর্ণাবর্ত এই সময় ওড়িশার দক্ষিণ এবং অন্ধ্রপ্রদেশের উত্তর অংশের উপকূলে ভ্রূকূটি দেখাতে পারে।

 

আইএম়ি তরফে জানানো হয়েছে, গুজরাত, মধ্যপ্রদেশ, ঝাড়খন্ড, বিহার, উড়িষ্য়া,ছত্তিশগড়, কেরল, মহারাষ্ট্রের কিছু অংশ ও পশ্চিমবঙ্গে আগামী দুই থেকে তিন দিনে প্রবল বর্ষণ হতে পারে। এরজন্য দায়ী একটি নিম্মচাপ। ইতিমধ্যেই কেরলে বর্ষণের জেরে কমলা সতর্কতা জারি হয়েছে একাধিক এলাকায়। আইএমডি জানিয়েছে অক্টোবরের ১১ থেকে ১৩ তারিখের মধ্যে দেশের বিভিন্ন জায়গায় প্রবল বর্ষণের সম্ভাবনা রয়েছে।

 

উল্লেখ্য, মেঘলা আকাশ, গুমোট গরম। তারই মধ্যে ভীড়ে জমজমাট পুজো। করোনা পরিস্থিতিতে এমন এক অবস্থায় পঞ্চমীর সকাল থেকেই নিম্নচাপের ভ্রুকূটির খবরে উদ্বেগ বেড়েছে পুজো ঘিরে।

 

পুজোর মধ্যে কোন জেলায়, কবে কেমন থাকবে বৃষ্টি।  পূর্বাভাস অনুযায়ী, আগামী ২৪ ঘণ্টার মধ্যে উত্তরবঙ্গ কার্যত শুষ্ক আবহাওয়া নিয়ে পুজোর আনন্দে মাতবে। তবে , বর্ষণের হাত থেকে একেবারেই নিস্তার পাচ্ছে না উত্তরবঙ্গ। হালকা বৃষ্টির পূর্বাভাস থেকেই যাচ্ছে। সোমবারের মধ্যে দার্জিলিং ও কালিম্পং ও বর্ষণ হবে। বাকি জেলা থাকবে শুষ্ক। ফলে ঠাকুর দেখার আনন্দে সেভাব জল ঢালতে পারবে না আবহাওয়া।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top