পশ্চিম মেদিনীপুর – পশ্চিম মেদিনীপুরের কেশিয়াড়িতে জাতীয় সড়কে দুর্ঘটনার কবলে পড়ল পর্যটক বোঝাই বাস।আর এই দুর্ঘটনার মূল কারণ পুলিশ বলেই অভিযোগ আহত যাত্রীদের! দাবি, গাড়ি দাঁড় করিয়ে তোলা আদায় করা হচ্ছিল। সেই কারণেই দুর্ঘটনা ঘটেছে।
কালবনির ১৬ নম্বর জাতীয় সড়কে এই দুর্ঘটনা ঘটেছে। পিক আপ ভ্যানের পিছনে ধাক্কা মারে ওই যাত্রী বোঝাই বাস। আহত যাত্রীদের অভিযোগ, নাকা তল্লাশির নামে গাড়ি আটকে তোলা আদায় করছিল পুলিশ। রাস্তার ধারে এই কারণেই দীর্ঘক্ষণ দাঁড়িয়ে ছিল পিক আপ ভ্যান। তাতেই ধাক্কা মারে তাঁদের বাস।
সোমবার ভোর সাড়ে ৫টা নাগাদ পুরী থেকে আসা ওই যাত্রীবাহী বাসটি পিক আপ ভ্যানে ধাক্কা মারে। যদিও যাত্রীদের অভিযোগ মানতে চায়নি পুলিশ এবং পিক ভ্যানের চালক। পুলিশের দাবি, বাসের চালক ঘুমিয়ে পড়েছিলেন বলেই দুর্ঘটনা হয়েছে। আর পিক ভ্যানের চালকের দাবি, বাসটি অতিরিক্ত গতিতে চলছিল। নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনা ঘটেছে।
পুরী থেকে পূর্ব বর্ধমানের উদ্দেশে যাচ্ছিল যাত্রী বোঝাই বাস। তবে শুধু এই বাসের যাত্রীরাই নয়, এই সড়ক দিয়ে যাওয়া বিভিন্ন গাড়ির যাত্রীরাও মাঝে মধ্যে অভিযোগ করেন যে, পুলিশের টাকা তোলার কারণেই দুর্ঘটনা ঘটে যায়। যদিও পুলিশের তরফে এই অভিযোগ অস্বীকার করে বাস বা গাড়ি চালকদের দিকেই অভিযোগের আঙুল তোলা হয়েছে।
