শুধু উইকেটকিপিং বা বিধ্বংসী ব্যাটিংই নয়, কেরিয়ারের শুরু থেকেই ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনির হেয়ার স্টাইলও সবার নজর কেড়েছে। শুরুতে লম্বা চুল রাখতেন মাহি। আর চুলের সেই স্টাইল বেশ জনপ্রিয় হয়েছিল। সময়ের সঙ্গে ধোনির হেয়ার স্টাইলেও পরিবর্তন ঘটেছে। ৩৭ বছরে এসেও ধোনি তাঁর হেয়ার স্টাইলের ক্ষেত্রে নিয়মিত বদল করেন।ইংল্যান্ডে টি ২০ ও একদিনের সিরিজ খেলে দেশে ফিরে এসেছেন ধোনি। তাঁর এবার নতুন হেয়ার স্টাইল দেখা গেল। তাঁর নতুন এই হেয়ার স্টাইল অনুরাগীদের বেশ পছন্দ হয়েছে।দেশে ফিরে নিজের পুরানো ‘ভি হক’ হেয়ার স্টাইলে ফিরে গেলেন ধোনি। মুম্বইয়ের একটি প্রখ্যাত সেলুন ধোনির এই হেয়ার স্টাইলের ছবি ইনস্টাগ্রামে শেয়ার করেছে।