মুর্শিদাবাদ জেলার রঘুনাথগঞ্জ থানার প্রসাদ পুর গ্রামে ৩৪নং জাতীয় সড়কের উপর পথ দুর্ঘটনায় মৃত্যু হল দুজনের। গাড়ি পামচার সারানো সময় একই রুটে অন্য লড়ি যাওয়া সময় হাল্কা কুয়াশা থাকা কারনে নিয়ন্ত্রণ হারিয়ে গাড়ি সাড়ায়ের কাজ করা দুজন কেউ ধাক্কা মারে । লরির ধাক্কায় ঘটনাস্থলেই মৃত্যু হয় পিকআপ ভ্যান চালক ও খালাসী দুজনের । পুলিশ মৃতদেহ উদ্ধার করে জঙ্গীপুর মহকুমা হাসপাতালে মর্গে পাঠিয়েছে।