রথ যাএ৷ লোকারণ্য মহা ধূম ধাম। নদিয়ার ইসকন মন্দির এ জগন্নাথ দেব ৭ দিন মাসির বাড়ি থেকে নিজের বাড়ী ফিরে আসছেন। যা উলটো রথ নামে পরিচিত। এই উলটো রথ দেখতে সাধারন মানুষের সাথে সাথে বিদেশী ভক্ত বৃন্দ তাদের মধ্যেও উৎসাহ ছিল চোক পরার মতো । রাস্তার দুপাশে মানুষ এর ঢল ছিল এই রথ উৎসবকে কেন্দ্র করে । পুলিশ প্রশাসন ছিল কঠোর। যাতে সকলে সুষ্ঠ ভাবে রথ উৎসবের আনন্দ উপভোগ করতে পারে তার জন্য ছিল কঠোর ব্যবস্থা l