নদিয়া নাকাশিপাড়া পাটিকাবাড়ি তে এক গৃহবধূ অস্বাভাবিক মৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়াল।মৃতার নাম মনীষা বিবি l শ্বশুর বাড়ির লোকেরা তাকে শ্বাস রোধ করে খুন করেছে বলে অভিযোগ l বাপের বাড়ি থেকে ৪ লাখ টাকা আনতে না পারায় তাকে মেরে ফেলা হয় বলে দাবি করেছেন মৃতার পরিবার l মৃতার পরিবারের তরফ থেকে থানায় অভিযোগ জানালে স্বামী ইমানুল মন্ডল সহ শ্বশুর বাড়ির লোকেদের গ্রেফতার করে নিয়ে যায় নকশী পাড়া থানার পুলিশ l