বুধবার দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরের টংতলায় নব নির্মিত জেলের উদ্বোধন৷ নবান্ন থেকে রিমোট কন্ট্রোলে বারুইপুর জেলের উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একই সময় এই জেলার কামালগাজিতে নরেন্দ্রপুর থানা ও জয়নগরে বকুলতলা থানার উদ্বোধন হবে৷ উদ্বোধনের সময় বারুইপুর জেলে উপস্থিত থাকবেন কারামন্ত্রী উজ্জ্বল বিশ্বাস৷