নিজস্ব সংবাদদাতা,তমলুক, ২১ শে নভেম্বর : স্কুল সংস্কারের কাজ চলাকালীন উদ্ধার একটি নর কঙ্কাল। যা নিয়ে আতঙ্ক ছড়াল শ্রীরামপুর ভুবন কালুয়া প্রাথমিক স্কুল চত্বরে।
বুধবার সকাল থেকে শ্রমিকরা মাটি খোঁড়ার কাজ করছিল। সকাল ৯ টা নাগাদ এক শ্রমিকের কোদালে উঠে আসে একটি নর মুন্ডু। এর পর মাটি খুঁড়তে বেরিয়ে আসে কঙ্কালের হাড়গোড়। যা দেখে শ্রমিকদের মধ্যে আতঙ্ক ছড়ায়।ঘটনাস্থলে পুলিশ এসে নরকঙ্কালটি উদ্ধার করে নিয়ে যায় l