নিজস্ব সংবাদদাতা,হলদিয়া, ১৭ই নভেম্বর : ফাঁকা বাড়িতে নাবালিকা পরিচারিকাকে একা পেয়ে ধর্ষণের পর খুন করেছিলেন বাড়ির মালিক। তারপর ওই পরিচারিকার দেহ পুড়িয়ে প্রমাণ লোপাটেরও চেষ্টা করা হয়েছিল। ঘৃণ্য এই অপরাধের চরম সাজা দিল তমলুক আদালত। শুক্রবার বিচারক দোষী সাব্যস্ত শ্রীমন্ত তুঙ্গ (৫০)-এর ফাঁসির সাজা ঘোষণা করেন।