নিজের ছ’ বছরের মেয়ে-সহ তিনজনকে খুন!

নিজের ছ’ বছরের মেয়ে-সহ তিনজনকে খুন!

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

কর্ণাটক – নিজের ছ’ বছরের মেয়ে-সহ তিনজনকে খুন, আহত একজন ভর্তি হাসপাতালে। ঘটনার পর নিজেকেও শেষ করেন ব্যক্তি। কর্ণাটকের ঘটনায় আতঙ্ক।সর্বভারতীয় সংবাদ সংস্থা সূত্রে খবর, কর্ণাটকের চিক্কামাগালুরুতে ওই ব্যক্তি তাঁর শ্বশুরবাড়িতে গিয়ে শাশুড়ি, শ্যালিকা এবং নিজের ছ’ বছরেরে মেয়েকে খুন করেন গুলি করে।আরও একজন পরিবারের সদস্য আহত হয়ে হাসপাতালে ভর্তি। পরিবারের সদসস্যদের খুন করার পর, তিনি আত্মহত্যা করেন।



ঘটনাটি ঘটেছে মঙ্গলবার রাতে। জানা গিয়েছে ওই ব্যক্তির নাম রত্নাকর গৌড়া। বয়স আনুমানিক ৪০। রত্নাকরের শাশুড়ি জ্যোতি, বয়স আনুমানিক ৫০, শ্যালিকা সিন্ধু, বয়স আনুমানিক ২৪ এবং ছ’ বছরের মেয়ে মৌল্যার মৃত্যু হয়েছে। অবিনাশ ভর্তি হাসপাতালে।ঘটনায় উঠে এসেছে রত্নাকরের ব্যক্তিগত জীবনও। রত্নাকর এবং স্বাতীর বিয়ের আট বছরের মাথায় সম্পর্কচ্ছেদ হয়। তাঁদের কন্যা রুত্নাকরের কাছেই থাকত। স্বাতী কর্মসূত্রে বাইরে থাকেন, রত্নাকর পেশায় বাস চালক। পুলিশ জানিয়েছে ঘটনার সময় স্বাতী তাঁর কর্মক্ষেত্র ম্যাঙ্গালোরেই ছিলেন।



সর্বভারতীয় সংবাদ সংস্থা সূত্রের খবর, এই ঘটনার আগে হোয়াটসঅ্যাপে রত্নাকর একটি ভিডিও পোস্ট করেন। তাতে তিনি আত্মীয়-পরিজনদের উদ্দেশে বলেন, ‘আমি আমার সিদ্ধান্ত নিয়ে ফেলেছি, আমার স্ত্রী আমার সঙ্গে প্রতারণা করেছে এবং দুই বছর আগে আমাকে ছেড়ে চলে গেছে। এমনকি সে তার মেয়েকেও ছেড়ে গেছে, যার যত্ন আমি নিচ্ছি। আমার সুখ, জীবনের সব শেষ।’ মেয়কে তার সহপাঠীরা বারবার তার মায়ের কথা জিজ্ঞাসা করে বলেও বলেন তিনি। সূত্রের খবর, ভিডিও পোস্টের পরেই তিনি শ্বশুরবাড়ি যান।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top