নিজের মেয়েকে ধাক্কা দিলেন ২৯ তলা থেকে মা!

নিজের মেয়েকে ধাক্কা দিলেন ২৯ তলা থেকে মা!

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

মুম্বাই – নিজের মেয়েকে ধাক্কা দিয়ে ফেলে দিলেন মা। তারপর নিজেও ঝাঁপ দিলেন ২৯ তলা থেকে। মুম্বইয়ের প্যানভলের ঘটনায় তাজ্জব প্রতিবেশীরা। পু্লিশ ইতিমধ্যে অভিযোগ দায়ের করেছে। সর্বভারতীয় সংবাদ সংস্থা সূত্রে খবর, মহিলার স্বামী প্রাথমিকভাবে জানিয়েছেন, তাঁর স্ত্রীর মানসিক সমস্যা ছিল।চিকিৎসকের পরামর্শে ওষুধ চলছিল।



মর্মান্তিক ঘটনা ঘটে বুধবার সকাল আটটা নাগাদ। জানা গিয়েছে, মহিলার নাম মৈথিলী। বয়স আনুমানিক ৩৫। স্বামী এবং মেয়ের সঙ্গে মুম্বইয়ের ওই আবাসনেই থাকতেন তিনি। বুধবার সকালে আচমকা আবাসনের ২৯ তলা থেকে নিজের আট বছরের মেয়েকে ধাক্কা মারেন তিনি, অভিযোগ তেমনটাই।


মহিলার স্বামী আশিস অভিযোগ জানিয়েছেন, তাঁর স্ত্রী প্রথমে উঁচু তলা থেকে মেয়েকে ধাক্কা মেরে নীচে ফেলেন, তারপরেই নিজেই ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেন। ঠিক কী ঘটেছিল সেদিন। সর্বভারতীয় সংবাদ সংস্থা সূত্রে খবর, ওই মহিলার স্বামী পুলিশকে জানিয়েছেন, স্ত্রী অর্থাৎ মৈথিলীর মানসিক সমস্যা ছিল। চিকিৎসক ওষুধ দিয়েছিলেন, যদিও স্ত্রী নিয়ম করে ওষুধ খেতেন না বলেও জানিয়েছেন তিনি।



জানান, বুধবার সকালে তিনি বাথরুমে যাওয়ার পরেই আচমকা বুঝতে পারেন স্ত্রী ঘরের দরজা বন্ধ করে দিয়েছেন মেয়েকে নিয়ে। মেয়ে ভিতর থেকে বারবার সাহায্যের আর্তি জানাচ্ছিল বলেও জানিয়েছেন অসহায় বাবা। অভিযোগ, তিনি বারবার দরজা ধাক্কা দেওয়ার পরেও স্ত্রী দরজা তো খোলেননি, আচমকা তিনি শুনতে পান ব্যালকনি খোলার শব্দ, মেয়ের কান্নার শব্দও থেমে যায়। অভিযোগ, স্ত্রী মেয়েকে ২৯ তলা থেকে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে, আত্মহত্যার জন্য ঝাঁপ দেন নিজেও।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top