নির্দল সমর্থক কে ছুরি দিয়ে হাতে আঘাত ও মারধোর করার অভিযোগ তৃণমূল সমর্থকদের বিরুদ্ধে

নির্দল সমর্থক কে ছুরি দিয়ে হাতে আঘাত ও মারধোর করার অভিযোগ তৃণমূল সমর্থকদের বিরুদ্ধে

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

দক্ষিণ ২৪ পরগনার ক্যানিং থানার নিকারী ঘাটা গ্রামে এক নির্দল সমর্থক কে ছুরি দিয়ে হাতে আঘাত ও মারধোর করার অভিযোগ তৃণমূল সমর্থকদের বিরুদ্ধে। আহত যুবকের নাম রমেশ মণ্ডল। অভিযোগ এলাকায় নির্দল করার অপরাধে মারধর করা হয় তাকে।আহত যুবক এর জেঠু সাধন মন্ডল নিকারীঘাটা গ্রাম পঞ্চায়েত থেকে যুব তৃনমূল সমর্থিত নির্দল থেকে ভোটে দাঁড়ায় এবং সেখানে জয়ী হয়।

 

জয়ী পঞ্চায়েত সদস্যের দাবি জিতে যাওয়ার পর থেকে আমাদের উপর আক্রমণ করে আসছে শৈবাল লাহিড়ীর অনুগামীরা। এলাকায় যুব করার অপরাধে মারধর করছে ওরা। যদিও এই অভিযোগ অস্বীকার করেছে মূল তৃনমূল নেতৃত্ব। নিকারী ঘাটা গ্রাম পঞ্চায়েতে কারা বোর্ড গঠন করবে এই নিয়ে মূল তৃনমূল গোষ্ঠীর সঙ্গে প্রতিযোগিতায় রয়েছে এলাকার যুব তৃনমূল সমর্থিত নির্দলের জয়ী সদস্যরা। এই পঞ্চায়েতের মোট ২১ টি আশনের মধ্যে তৃনমূল ১১ টিতে জয়ী হলে ও একজন তৃনমূল সদস্য নির্দলদেড় সমর্থন করছে। অন্যদিকে নির্দলরা আটটি আশনে জয় লাভ করে ও বিজেপি দুটি আশনে জয়ী হয়। বিজেপির দুজন ও তৃনমূলের একজন নির্দলকে সমর্থন করায় নির্দলের সদস্য সংখ্যা এখন ১১ এমনটাই দাবী করছে নির্দল সদস্যরা। তৃনমূল পঞ্চায়েত দখল করার জন্যই এই হামলা করছে বলে দাবী নির্দল সদস্যদের।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top