নীলগাই উদ্ধার হল মালদার হরিশ্চন্দ্রপুর থানার ফতেপুর গ্রামে। শনিবার সকালে এলাকায় এই নীলগাইটিকে ঘোরাঘুরি করতে দেখেন স্থানীয়রা, পরে সেটিকে বনদপ্তরের হাতে তুলে দেওয়া হয়
এদিন সকালে নীলগাইটিকে এলাকায় ঘোরাঘুরি করতে দেখেন স্থানীয়রা, কিছুক্ষন পর তারায় খবর দেয় বনদপ্তরে পরে বন কর্মীরা এসে নীলগাই টিকে উদ্ধার করে নিয়ে জায়। এলাকাবাসীর ধারণা পার্শ্ববর্তী বিহার থেকে কোনরকমে ফুলহার নদী পার করে এই গ্রামে এসে ঢুকেছে ওই নীল গাইটি। এদিন নীলগাইটি দেখতে ভীর জমান বহু উতসাহি মানুষ