নোংরা ফেলার প্রতিবাদ করায় আক্রান্ত বাবা ও মেয়ে

জমি দখল ও নোংরা জল ফেলা কে কেন্দ্র করে বাবা ও মেয়েকে ইট দিয়ে থেঁতলে খুনের চেষ্টার অভিযোগ প্রতিবেশীর বিরুদ্ধে। আহত বাবা ও মেয়ে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনাটি ঘটেছে ইংরেজবাজার থানার অন্তর্গত মিল্কি ফাঁড়ির বিনোদপুর অঞ্চলের সাট্টারী এলাকায়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
জানা গিয়েছে আহত ব্যক্তির নাম বোচন চৌধুরী (৬৬) ও মেয়ে জয়শ্রী চৌধুরী। পরিবারের সদস্যরা জানান প্রতিবেশী তাপস চৌধুরী বেশ কয়েক বছর আগে তাদের বাড়ির বেশ কিছুটা জায়গা দখল করে তারা বাড়ি তৈরি করে। এই নিয়ে তাদের মধ্যে পুরনো বিবাদ ছিল। এরই মধ্যে বেশ কিছুদিন হল তাপস চৌধুরীর বাড়ীর নোংরা জল ও আবর্জনা প্রায়ই তাদের বাড়ির মধ্যে ফেলছিল। ফলে বাড়ির পরিবেশ নষ্ট হচ্ছিল বোচন চৌধুরীর। এই ঘটনার কথা তাপস চৌধুরীকে জানালেও সুরাহা হয়নি। এদিন তাপস চৌধুরীর বাড়ীর নোংরা জল ও আবর্জনা আবার ফেলে। ঘটনার প্রতিবাদ করে বোচন চৌধুরী। অভিযোগ এরপর এই তাপস চৌধুরী ও তার পরিবারের সদস্যরা বোচনের ওপর চড়াও হয়ে মারধর শুরু করে। এরপর ছানি দিয়ে বচন কে আঘাত করে খুনের চেষ্টা করে। ঘটনা দেখতে পেয়ে মেয়ে বাবাকে বাঁচাতে আসলে তাকেও ইট দিয়ে মারধর করা হয়। এতে বোচন চৌধুরীর বাম পায়ে গুরুতর আঘাত লাগে ও মেয়ের বুকে, ডান হাতের আঙ্গুলে। ঘটনায় অন্যান্য প্রতিবেশীরা আহত বাবা ও মেয়েকে উদ্ধার করে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসে। বর্তমানে তারা সেখানেই চিকিৎসাধীন। আহতের পরিবারের পক্ষ থেকে তাপস চৌধুরী সহ 5 জনের নামে ইংরেজবাজার থানায় অভিযোগ দায়ের করেছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।