নয় দফা দাবীর ভিত্তিতে মুর্শিদাবাদের জেলাশাসককের কাছে স্মারকলিপি প্রদান ভারতীয় জনতা কিষাণ মোর্চার

রাজ্যের কৃষকদের কৃষি ঋণ মুকুব করতে হবে। রাজ্য জুড়ে পঞ্চায়েত বোর্ড গঠনকে কেন্দ্র করে যে আইন শৃঙ্খলার অবনতি হচ্ছে- অবিলম্বে তা বন্ধ করতে হবে। সমস্ত কৃষকদের প্রধানমন্ত্রী ফসল বিমা যোজনার অন্তর্ভুক্ত করতে হবে। রাজ্যের প্রতিটি মহকুমা এলাকায় একটি করে মাটি পরীক্ষাকেন্দ্র গড়ে তোলা সহ মোট নয় দফা দাবীর ভিত্তিতে মুর্শিদাবাদ জেলাশাসককের কাছে একটি স্মারকলিপি প্রদান করা হল ভারতীয় জনতা কিষাণ মোর্চার পক্ষ থেকে। বুধবার দুপুরে জেলা প্রশাসনিক ভবনে উপস্থিত হয়ে জেলা শাসকের হাতে এই স্মারকলিপি তুলে দেওয়া হয়। উপস্থিত ছিলেন দক্ষিণ মুর্শিদাবাদ জেলার কিষাণ মোর্চার ভাইস প্রেসিডেন্ট স্বপন কর্মকার সহ সংগঠনের জেলা নেতৃত্ব। অবিলম্বে এই সমস্ত দাবী না মানা হলে আগামীতে বৃহত্তর আন্দোলনের ডাক দেওয়া হবে বলে জানানো হয় ভারতীয় জনতা কিষাণ মোর্চার পক্ষ থেকে।