পঞ্চায়েত গঠনের আগে ইংরেজবাজার ব্লকের নরহাট্টা গ্রামে আবার বিরোধী শিবিরে ফাটল

 

পঞ্চায়েত গঠনের আগে আবার বিরোধী শিবিরে ফাটল। ইংরেজবাজার ব্লকের নরহাট্টা গ্রাম পঞ্চায়েতের সিপিএম কংগ্রেস থেকে নির্বাচিত ছয় গ্রাম পঞ্চায়েত সদস্য শনিবার তৃণমূলে যোগ দিল। তাদের হাতে পতাকা তুলে দেয় তৃণমূলের মালদা জেলার কার্যকরী সভাপতি বাবলা সরকার।

 

যারা এদিন তৃণমূলে যোগ দেন তাঁরা হলেন নওহাটা গ্রাম পঞ্চায়েতের 8 নম্বর আসন থেকে নির্বাচিত সিপিএম প্রার্থী লাভলী দাস, 9 নম্বর আসন থেকে নির্বাচিত সিপিএম প্রার্থী সাবিনা খাতুন, 12 নম্বর আসন থেকে নির্বাচিত সিপিএম প্রার্থী লাইলা আক্তার বানু ওই গ্রাম পঞ্চায়েতের 15 নম্বর আসন থেকে নির্বাচিত কংগ্রেস প্রার্থী রকেয়া নাসরিন, 5 নাম্বার আসন থেকে নির্বাচিত কংগ্রেসের নাজমা বিবি, 13 নম্বর আসন থেকে নির্বাচিত কংগ্রেসের প্রার্থী আজহার রহমান।