পঞ্চায়েতের বোর্ড গঠনের পর দফায় দফায় চলল বোমাবাজি। ঘটনাটি সাঁইথিয়ার আহমেদপুর গ্রাম পঞ্চায়েতের কুরুমসা গ্রামে। অভিযোগ, বৃহস্পতিবার রাতে তৃণমূলের দুটি গোষ্ঠীর মধ্যে সংঘর্ষে উত্তেজনা ছড়ায়। বোমার আঘাতে জখম হয় দু’জন। তাদের বোলপুর মহকুমা হাসপাতালে ভরতি করা হয়েছে।
স্থানীয় সূত্রে খবর, সম্প্রতি পঞ্চায়েতের বোর্ড গঠনের কাজ শেষ হয়েছে। পঞ্চায়েতের কাজের ভাগ, দখলদারি কাদের হাতে থাকবে এই নিয়ে স্থানীয় তৃণমূল নেতা শেখ নুর আলি ও আরিফ শেখের গোষ্ঠীর মধ্যে কয়েকদিন ধরেই গন্ডগোল চলছে। এই নিয়ে এদিন রাত থেকে দু’পক্ষের অনুগামীদের মধ্যে শুরু হয় বোমাবাজি। বোমার আঘাতে জখম হয় শেখ নুর আলি গোষ্ঠীর শেখ সওকত আলি ও শেখ সাত্তার আলি নামে দুই ব্যক্তি। তাদের বোলপুর মহকুমা হাসপাতালে ভরতি করা হয়েছে।
হেডার- দুটি গোষ্ঠীর মধ্যে সংঘর্ষে উত্তেজনা