পঞ্চায়েত সমিতির মহিলা সদস্যকে অকথ্য ভাষায় গালিগালাজ ও গায়ে হাত দেওয়ার অভিযোগ

মুর্শিদাবাদ জেলায় শাসনদলের গোষ্ঠী কোন্দল প্রকাশ্য, পঞ্চায়েত সমিতির মহিলা সদস্যকে অকথ্য ভাষায় গালি গালাজ ও গায়ে হাত দেওয়ার চেষ্টায় অভিযোগ উঠল আরেক পঞ্চায়েত সমিতির সদস্যরের বিরুদ্ধে। ঘটনায় সুবিচারের আশায় রানীতলা থানায় লিখিত অভিজোগ দায়ের।

মুর্শিদাবাদের রানীতলা থানার নশিপুর বালাগাছি খড়িবোনা গ্রামের বাশিন্দা শাসন দলের ভগবানগোলা ২ নম্বর মহিলা পঞ্চায়েত সমিতির সদস্য লাইলা সিরিনের অভিজোগ গতকাল সোমবার দুপুর সারে ৩ টে নাগাদ তিনি বহরমপুরে অতিরিক্ত জেলা শাসকের কাছে আসেন কৃষকদের বীজ তোলার জন্য। সেই সময় অফিসের বাইরে দাড়িয়ে এক চাষীর সাথে কথা বলছিলেন মহিলা পঞ্চায়েত সমিতির সদস্য লাইলা সিরিন। তার অভিজোগ চাষী ভায়ের সাথে কথা বলার সময় রানীতলা থানার দেবাইপুরের পাহাড় এলাকার বাশিন্দা শাসন দলের আরেক পঞ্চায়েত সমিতির সদস্য তৈয়ব আলি তাকে উদেশ্য করে অকথ্য ভাষায় গালি গালাজ করে, এবং চড় মারতে যায়, এমনকি তার গায়েও হাত দিতে জায় বলেও অভিযোগ করেন মহিলা পঞ্চায়েত সমিতির সদস্য লাইলা সিরিন।

ঘটনায় রানীতলা থানায় পঞ্চায়েত সমিতির সদস্য তৈয়ার আলির বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন শাসন দলের মহিলা পঞ্চায়েত সমিতির সদস্য লাইলা সিরিন। ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত করে অভিজুক্তের উপজুক্ত শাস্তির দাবি করেন লাইলা সিরিন। ঘটনার কথা জানান হয় জেলা তৃণমূল কংগ্রেস নেতৃত্বকে, ঘটনায় সমস্ত রকম তদন্তের আশবাস দেন জেলা তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। শাসন দলের মহিলা পঞ্চায়েত সমিতির সদস্যকে হেনস্তা করার ঘটনায় ফের একবার শাসন দলের গোষ্ঠী কোন্দল প্রকাশ্য চলে এলো বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা।