উঠল স্বামী সহ শ্বশুর বাড়ির বিরুদ্ধে। মুর্শিদাবাদের বেলডাঙ্গার দলুয়া গ্রামের ঘটনা করল মেয়ের পরিবার। মৃতের নাম জোৎস্না বিবি ওরফে লালবানু (২৮)।
সূত্রের খবর, বেলডাঙা থানার বেনাদহ গ্রামের জোৎস্না বিবির সঙ্গে পাশের এলাকা দলুয়া গ্রামের সেলিম সেখের সঙ্গে বিয়ে হয় প্রায় ১৩ বছর আগে । পেশায় শ্রমিক ছিল স্বামী সেলিম সেখ। অভিযোগ বিয়ের পর থেকেয় গৃহবধূ জোৎস্না বিবিকে বাবার বাড়ি থেকে টাকা আনার জন্য জন্য চাপ দিত স্বামী ও তাঁর শ্বশুর, শ্বাশুড়ি । বেপণের দাবিতে স্ত্রীকে খুন করে গায়ে আগুন লাগানোর অভিযোগশ কিছুদিন আগে জমি বিক্রি করে বাপের বাড়ি থেকে টাকাও নিয়ে আসে গৃহবধূ জোৎস্না বিবি। কিন্তু সম্প্রতি ফের এখন আবার টাকার আনার জন্য স্ত্রীকে চাপ দিচ্ছিল স্বামী সেলিম সেখ, কিন্তু জোৎস্না বিবি তারই প্রতিবাদ করলে স্বামী, শশুড় ও শাশুড়ি তাকে মেরে ফেলে গায়ে আগুন লাগিয়ে দেয় বলে অভিযোগ । মেয়ের পরিবারের পক্ষ স্বামী সেলিম সেখ, শশুড় মহিবুল সেখ, শাশুড়ি পরিষ্কার বিবির বিরুদ্ধে বেলডাঙ্গা থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে অভিযোগ হয়েছে। যদিও ঘটনার পর থেকেই পলাতক অভিজুক্তরা। সম্পূর্ন ঘটনার তদন্তে নেমেছে পুলিশ