পথদুর্ঘটনায় গুরুতর জখম হলেন গাজোল থানার কর্তব্যরত এএসআই প্রাণ গোপাল ঝা। বর্তমানে তিনি মালদা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
স্থানীয় সূত্রে জানা গেছে গতকাল রাতে তিনি হবিবপুর থেকে গাজল থানায় ফিরছিলেন। গাজলের নয়াপাড়া এলাকায় তার মোটর বাইকের সাথে অটোর সংঘর্ষ হয়। ঘটনায় গুরুতর জখম হন তিনি। স্থানীয়রা ওই পুলিশ কর্মীকে উদ্ধার করে গাজোল হাসপাতালে নিয়ে যান। আঘাত গুরুতর থাকায় তাকে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।