বাজার করে বাড়ি ফেরার পথে নিয়ন্ত্রণ হারিয়ে রাজ্য সড়কের পাশে থাকা বাড়িতে মোটর বাইকের ধাক্কা, মৃত্যু মোটরবাইক আরোহীর। ঘটনাটি ঘটেছে রতুয়া থানার নাককাট্টি এলাকায়। জানা গিয়েছে মৃত যুবকের নাম বিকাশ মণ্ডল। পেশায় শ্রমিক। এদিন সে বাইক নিয়ে রাজ্য সড়ক দিয়ে স্থানীয় বাজারে বাজার করতে যাচ্ছিলেন। সেই সময় নিয়ন্ত্রণ হারিয়ে রাজ্য সড়কের পাশে থাকা একটি বাড়ির ওয়ালে ধাক্কা মারে। ঘটনায় গুরুতর আহত হয় বিকাশ মণ্ডল।স্থানীয়রা ওই বাইক আরোহী কে গুরুতর আহত অবস্থায় স্থানীয় স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায় সেখানে তার অবস্থা খারাপ থাকায় মালদা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। মেডিকেলের চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করে।