
পথ দুর্ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত বীরভূমের সিউড়ির অরবিন্দপল্লী।বীরভূমের সিউড়ি থানার কামালপুরের বাসিন্দা ফিরোজ শেখ তার অন্তঃসত্ত্বা স্ত্রী এবং ন’মাসে কন্যা সন্তানকে নিয়ে বাইকে করে সিউড়ি থেকে ডাক্তার দেখিয়ে বাড়ি ফিরছিলেন, এমন সময় অরবিন্দপল্লী কাছে একটি সরকারি বাস নিয়ন্ত্রণ হারিয়ে তাদেরকে ধাক্কা মারে, ঘটনাস্থলে ফিরোজ শেখ রেহেনা বিবি ও তার ৯ মাসের কন্যা সন্তান ফিরোজা খাতুন এর মৃত্যু হয়, সিউড়ি সদর হাসপাতালে নিয়ে যাওয়া হলে,চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন ।এর পরেই উত্তপ জনতা গাড়ি ভাঙচুর করে এবং রাস্তা আটকে বিক্ষোভ দেখায়।



















