রবিবার সকালেই ফোনে কথা বলেছিলেন পল্লবী তারপরেই এমন কান্ড! কি এমন ঘটেছিল? যত সময় গড়াচ্ছে টলিউড অভিনেত্রী পল্লবী দের মৃত্যু নিয়ে রহস্য ক্রসম বাড়ছে। রবিবার সকাল ৯.৩০ নাগাদ তাঁর ফ্ল্যাট থেকে ঝুলন্ত দেহ উদ্ধার করা হয়। কিন্তু জানা যাচ্ছে, তাঁর মৃত্যুর কিছু সময় আগেই ফোনে কথা বলেছিলেন পল্লবী। তাঁর লিভ-ইন পার্টনার সাগ্নিকের দাবি মাত্র ১০ মিনিটের মধ্যেই আত্মহত্যা করেন পল্লবী। কিন্তু কী এমন ঘটেছিল যে এরকম চরম পদক্ষেপ নিলেন পল্লবী? তাঁর পরিবার থেকে শুরু করে বন্ধু বান্ধব সকলেরই দাবি আত্মহত্যা করার মেয়ে নয় পল্লবী।
আরও পড়ুন – বেঙ্গল সাফারির মুকুটে জুড়ছে আরও এক নয়া পালক
জানা যাচ্ছে, রবিবার সকাল সাড়ে ৮টা নাগাদ নিজের পরিচারিকাকে ফোন করেছিলেন পল্লবী। তাঁকে ঐদিন কাজে আসতেও বলেন অভিনেত্রী। সময়মতো না আসা নিয়ে তাঁর সঙ্গে কথা কাটাকাটিও হয় পল্লবীর। সেই পরিচারিকার কথা অনুযায়ী মাঝে মাঝেই টাকা পয়সা নিয়ে তাঁর ও সাগ্নিকের অশান্তি লেগেই থাকত। বাড়ির কেয়ারটেকারেরও দাবি যে মাঝে মাঝেই তাঁদের মধ্যে তুমুল ঝগড়া হত, মারামারিও হত। তবে রবিবার ঝগড়ার কোনও আওয়াজ পাওয়া যায়নি।
তবে কি এমন ঘটলো? পরিবারের অভিযোগ, পল্লবীর থেকে বারংবার আর্থিক সাহায্য নিতেন সাগ্নিক। নিউটাউনে নতুন ফ্ল্যাট থেকে ইএমআইয়ে গাড়ি কেনা, সব কিছুতেই বেশি টাকা দিয়েছেন পল্লবী। নিউটাউনে পল্লবীর থেকে টাকা নিয়ে ৮০ লক্ষ টাকার ফ্ল্যাট কিনেছে সাগ্নিক। কিন্তু সেই ফ্ল্যাটের মালিকানা সাগ্নিক ও তাঁর বাবার। এমনকী দুজনের নামে ১৫ লক্ষ টাকার ফিক্সড ডিপোজিট রয়েছে, যার নমিনি সাগ্নিক বলে দাবি করেছেন পল্লবীর আত্মীয়রা।