নিজস্ব সংবাদদাতা,কান্দি, ৩০শে নভেম্বর : মুর্শিদাবাদের বড়ঞা পাঁচথুপি গ্রামে সিংহ বাহিনী মন্দিরে গহনা চুরি ঘটনা ঘটল। শুক্রবার ভোরে পরিবারের সদস্যরা দেখতে পান পাঁচথুপি ঐতিহ্যবাহী সিংহ বাহিনী মন্দিরে চুরি ।পরিবারের সদস্যরা জানিয়েছেন, শুক্রবার ভোর রাতে তারা দেখতে পান মন্দিরে দরজা ভাঙা ও তালা ভেঙে পরে আছে ঘটনার জেরে অন্যান্য সদস্যদের খবর দেওয়া হলে ছুটে আসেন এবং মুল মন্দিরে তালা ভেঙে পরে আছে। অষ্টধাতুর মুর্তি সমস্ত গহনা চুরি যায় বলে অভিযোগ। ছটি সোনার গহনা, চাদির মুন্ডমালা সহ প্রায় তিন লক্ষ টাকা গহনা চুরি যায় বলে দাবি পরিবারের সদস্যদের ।। ঘটনার জেরে হতবাগ গোটা পাঁচথুপি গ্রাম । ঘটনার জেরে বড়ঞা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন এবং বড়ঞা থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। ঘটনার জেরে দোষিদের শাস্তি দাবি করেছেন গ্রামের ধর্মমত নির্বিশেষে সাধারন মানুষ।