পাওনা টাকা চাইতে গিয়ে এক ব্যাক্তিকে ইঁট দিয়ে মাথা থেঁতলে খুনের চেষ্টার অভিযোগ প্রতিবেশীর বিরুদ্ধে। ঘটনায় আহত হয় ওই ব্যাক্তির বাবা ও মা। মালদার ইংরেজবাজার থানার কুলদীপ মিশ্র কলোনির ঘটনা। বৃহস্পতিবার রাতে ঘটনাটি ঘটে। শুক্রবার সকালে ইংরেজবাজার থানায় অভিযোগ দায়ের হয়। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।
ওই এলাকার বাসিন্দা তরুণ দাস এর অভিযোগ প্রতিবেশী দুলাল দাস এর কাছ থেকে সে কাজের জন্য ৬ হাজার টাকা পেত। তিন বছর ধরে দুলাল টাকা দিচ্ছিল না। এদিন রাতে টাকা চাইতে গেলে দুলাল তার বাবা দিলীপ দাস ও মা পূর্ণিমা দাস কে মারধর করে। ঘটনার প্রতিবাদ জানায় ছেলে তরুন। আর এর পরেই দুলাল ও তার সঙ্গে থাকা বেশ কয়েকজন তরুনকে ইঁট দিয়ে মাথা থেঁতলে খুনের চেষ্টা করে। ঘটনায় পাড়া প্রতিবেশীরা কোনরকমে তাদের উদ্ধার করে মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসে। শুক্রবার সকালে আহতের পরিবারের পক্ষ থেকে অভিযুক্ত দুলাল দাস এর বিরুদ্ধে ইংরেজবাজার থানায় অভিযোগ দায়ের করা হয়। ঘটনার পর থেকেই অভিযুক্ত দুলাল দাস গা ঢাকা দিয়েছে। ঘটনার তদন্তে নেমেছে ইংরেজবাজার থানার পুলিশ