পাওনা টাকা চাইতে গিয়ে হাতুড়ি দিয়ে যুবককে খুনের চেষ্টা এলাকারই এক ইলেকট্রিক মিস্ত্রির বিরুদ্ধে। আহত যুবক মালদা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনাটি ঘটেছে মালদা থানার সাহাপুরের ছাতিয়ান মোড় এলাকায়। ঘটনার তদন্ত শুরু করেছে মালদা থানার পুলিশ।
জানা গিয়েছে আহত নাম কার্তিক মণ্ডল(২৮)। তার পরিবারের সদস্যরা জানায় বাড়ির বিদ্যুৎ সংযোগ আলাদা করার জন্য এলাকার ইলেকট্রিক মিস্ত্রি চিরন মন্ডলকে ২ হাজার টাকা দেয় কার্তিক। কিন্তু বেশ কয়েক মাস কেটে গেল তাদের বাড়ির বিদ্যুতের মিটার আলাদা করে দিতে পারেনি চিরন। এর ওপর তার বাড়িতে নতুন করে চলে আসে বিদ্যুতের বিল। ফলে এই বিল শোধ করতে কার্তিকের ওই টাকার প্রয়োজন হয়ে পড়ে। ফলের কার্তিক বেশ কয়েকবার পাওনা ২হাজার টাকা চাইতে ইলেকট্রিক মিস্ত্রি চিরনের বাড়িতে যায়। কিন্তু ওই টাকা বারবার চাইলেও কার্তিককে দিচ্ছিল চিরন।এদিন রাত্রিবেলা ওই দুই হাজার টাকা চাইতে কার্তিক চিরনের বাড়িতে যাই। কিন্তু সেই টাকা না দিয়ে তাকে ফিরিয়ে দেয়। কিছুক্ষণ পরেই কার্তিক তার নিজের বাড়িতে আসতেই চিরন ও তার স্ত্রী কার্তিকের বাড়িতে যায়। কার্তিক দরজা খুলতেই চিরন হাতুড়ি দিয়ে কার্তিককে মাথা থেঁতলে খুনের চেষ্টা করে। তার চিৎকারে পরিবারের অন্যান্য সদস্যরা ও গ্রামবাসীরা ছুটে আসলে অভিযুক্ত চিরন ও তার স্ত্রী ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। রক্তাক্ত অবস্থায় কার্তিককে উদ্ধার করে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসে। আহত পরিবারের পক্ষ থেকে মালদা থানায় চিরন মন্ডল এর নামে অভিযোগ দায়ের করেছে। ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ।