নিজস্ব সংবাদদাতা,মালদা, ১৪ ই ডিসেম্বর :পাওনা টাকা চাওয়া নিয়ে বিবাদের জেরে এক মহিলাকে মারধরের অভিযোগ প্রতিবেশীর বিরুদ্ধে।ঘটনাটি ঘটেছে মালদার হবিবপুর থানার দক্ষিণ চাঁদপুর গ্রামে। অভিযুক্ত দ্বিজেন মণ্ডলের বিরুদ্ধে হবিবপুর থানায় লিখিত অভিযোগ দায়ের। অভিযুক্ত ফেরার।
আক্রান্ত মহিলা রাজকুমারী মন্ডলের অভিযোগ বাইরে কাজে যাওয়ার জন্য প্রতিবেশী দ্বিজেন মন্ডলের ছেলে রমেশ মন্ডল তার স্বামী সুকুমার মন্ডল এর কাছ থেকে 5 হাজার টাকা অগ্রিম নেয়। কিন্তু কাজে না যাওয়াই সেই টাকা ফেরত চাই ছিলেন তারা। গত তিনমাস ধরে সেই টাকা ফেরত দিতে টালবাহানা করছিল অভিযুক্তদ্বিজেন মন্ডল ও তার ছেলে। বৃহস্পতিবার পুনরায় সেই টাকা ফেরত চাওয়ায় ওই গৃহবধূ কে বাঁশ দিয়ে ব্যাপক মারধর করা হয় বলে অভিযোগ।প্রতিবেশীরা ওই গৃহবধূকে উদ্ধার করে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। ঘটনার লিখিত অভিযোগ দায়ের হয়েছে হবিবপুর থানায়। অভিযুক্ত ফেরার।