পাওনা টাকা নিয়ে দুই ব্যক্তির বিবাদ। সেই বিবাদ মেটাতে গিয়ে আক্রান্ত হলেন এক যুবক

পাওনা টাকা নিয়ে দুই ব্যক্তির বিবাদ। সেই বিবাদ মেটাতে গিয়ে আক্রান্ত হলেন এক যুবক। ঘটনাটি ঘটেছে ইংরেজবাজার থানা গোপালপুর এলাকায়। লিখিত অভিযোগ দায়ের হয়েছে। যদিও অভিযুক্ত এখনও ফেরা র।

 

আক্রান্ত যুবকের নাম দেবাশীষ হালদার। তার দাবি তার প্রতিবেশী জয়দেব হালদার তেলেভাজার দোকান করে। তার কাছ থেকে এলাকারই এক ব্যক্তি শ্রীদাম রজক 140 টাকা তেলেভাজা নিয়েছিল। কিন্তু সেই টাকা দিচ্ছিল না। এই নিয়ে জয়দেবের সাথে শ্রী দামের বচসা চলছিল। সেই বিবাদ মেটাতে গিয়ে আক্রান্ত হতে হয় তাকে। শ্রীদাম বাঁশ দিয়ে তার ওপর হামলা চালায় বলে অভিযোগ। গুরুতর আহত অবস্থায় দেবাশীষ মালদা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনার লিখিত অভিযোগ দায়ের হয়েছে ইংরেজবাজার থানায়। এখনো অধরা অভিযুক্তরা।