পাওনা ৭৫ হাজার টাকা চাইতে গিয়ে দাদার হাতে আক্রান্ত ভাই। দাদার আক্রমণে ডান হাতের কেনি আঙ্গুল খোয়া গেল ভাইয়ের। মালদার ইংরেজবাজার থানার অমৃতি গ্রামের ঘটনা। ঘটনার তদন্তে নেমেছে ইংরেজবাজার থানার পুলিশ। আহত ভাই বর্তমানে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
আহতের নাম রিন্টু শেখ। জানা গিয়েছে আপন দাদা সিন্টু সেখ এর কাছে ভাই রিন্টু ৭৫ হাজার টাকা পেত। সেই পাওনা টাকা চাইতে যায় রিন্টু। টাকা দিতে অস্বীকার করে সিন্টু। এই নিয়মের বচসা শুরু হয়। অভিযোগ সেই সময় রিন্টুর ওপর ধারালো অস্ত্র নিয়ে চড়াও হয় সিন্টু।
ধারালো অস্ত্রের কোপে যাদেরকে নিয়ে হওয়া যায় রিন্টু র। পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করে। রিন্টুর অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। ঘটনার পর থেকে অভিযুক্ত পলাতক। তার খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।