এতদিনে হদিস মিলল। পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক কেলেঙ্কারির অন্যতম হোতা নীরব মোদী রয়েছেন ব্রিটেনেই। সিবিআইকে জানাল ব্রিটিশ সরকার। ওই তথ্য পাওয়ার পরই নীরব মোদীকে দেশ ফেরানোর প্রক্রিয়া শুরু করে দিল কেন্দ্রীয় তদন্ত সংস্থা।নীরবের ব্রিটেনে থাকার খবর পাওয়ার পরই সিবিআই তাকে দেশে ফেরানোর জন্য বিদেশ মন্ত্রকের কাছে আবেদন করেছে। কারণ কোনও অভিযুক্তকে দেশে ফেরাতে চাইলে তা করতে হয় সুষমা স্বরাজের দফতরের মাধ্যমেই। সিবিআই ব্রিটেনের কাছে আবেদন করেছে, ব্রিটেনে নীরব মোদীকে দেখামাত্রই যেন গ্রেফতার করা হয়। কারণ তার বিরুদ্ধে ইন্টারপোলের নোটিশ জারি করা রয়েছে।