পারদ নামলেও , জাঁকিয়ে শীতের পূর্বাভাস নেই। পশ্চিমী ঝঞ্ঝা সরতেই রাজ্যে ফের নামল পারদ। সর্বনিম্ন তাপমাত্রা কমল প্রায় দেড় ডিগ্রি। শনিবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা ১৬.৭ ডিগ্রি সেলসিয়াস। যদিও তা স্বাভাবিকের তুলনায় দু’ডিগ্রি বেশি। শুক্রবার যা ছিল ১৮.২ ডিগ্রি সেলসিয়াস (+৪)। এদিকে দিনের তাপমাত্রারও রেকর্ড পতন। গত দু-তিন দিন অকাল বৃষ্টির জেরে একধাক্কায় প্রায় ৫ ডিগ্রি তাপমাত্রা কমে। শুক্রবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২০.৯ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ৫ ডিগ্রি কম।
শনিবার দুপুরের পর থেকেই রাজ্যে কমবে বৃষ্টির প্রভাব। তবে এদিনও উত্তর ও দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় হাল্কা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এমনটাই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। তবে এরপরে আবহাওয়া শুকনো হয়ে যাবে বলে পূর্বাভাসে বলা হয়েছে। রবিবার থেকে প্রধানত শুষ্ক আবহাওয়া থাকবে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। হাওয়া অফিস সূত্রের খবর, আগামী ৪৮ ঘণ্টায় পারদ আরও ২ থেকে ৩ ডিগ্রি কমতে পারে।
শনিবার কলকাতার আবহাওয়া মূলত শুষ্ক থাকলেও দক্ষিণ ২৪ পরগনা, দুই মেদিনীপুর, ঝাড়গ্রামে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহারে। এরই সঙ্গে আবহাওয়া দপ্তরের তরফে জানানো হয়েছে, আগামী কয়েকদিন উত্তরবঙ্গে কুয়াশার দাপট চলবে। এদিকে ঝঞ্ঝা কেটে যাওয়ায় ফের রাজ্যজুড়ে তাপমাত্রা কমবে।
আগামী কয়েকদিনে তাপমাত্রা কমে স্বাভাবিক হবে অর্থাৎ স্বাভাবিকের ওপরে থাকা তাপমাত্রা স্বাভাবিক হবে। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী ২৪ ঘন্টা অর্থাৎ ১৬ জানুয়ারি রবিবার সকালের মধ্যে হিমালয়ের পাদদেশের পাঁচ জেলা দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহারে বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা বৃষ্টি হতে পারে। বাকি জেলাগুলির আবহাওয়া শুকনো থাকবে। পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ ১৭ জানুয়ারি সোমবার সকালের মধ্যে সবকটি জেলার আবহাওয়াই শুকনো থাকবে।
আর ও পড়ুন কলকাতা বিমানবন্দরে দুর্ঘটনায় মৃত্যু হলো এক ব্যক্তির
আগামী দুদিন রাতের তাপমাত্রা ২-৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে। তবে তারপরের দুদিনে তাপমাত্রার সেরকম কোনও পরিবর্তন হবে না। এদিন সকালে দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ২৪ ঘন্টা অর্থাৎ ১৬ জানুয়ারি রবিবার সকালের মধ্যে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুরে বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা বৃষ্টি হতে পারে। তবে বাকি জেলাগুলির আবহাওয়া শুকনো থাকবে।
১৭ জানুয়ারি সোমবার সকালের মধ্যে সবকটি জেলার আবহাওয়া শুকনো থাকবে বলে পূর্বাভাসে বলা হয়েছে। আগামী দুদিন রাতের তাপমাত্রা ২-৪ ডিগ্রি সেলসিয়াস কমার সম্ভাবনা থাকলেও, তারপরেই দুদিনে তাপমাত্রা সেরকম কমার কোনও সম্ভাবনা নেই। এছাড়াও গাঙ্গেয় পশ্চিমবঙ্গের কোনও কোনও জায়গায় হাল্কা থেকে মাঝারি কুয়াশা থাকতে পারে বলেও পূর্বাভাসে বলা হয়েছে। ১৬ জানুয়ারি থেকে পরবর্তী ৪-৫ দিন আবহাওয়া শুকনো থাকবে বলে পূর্বাভাসে বলা হয়েছে। তবে জাঁকিয়ে শীতের পূর্বাভাস নেই।