নিজস্ব সংবাদদাতা, মালদা, ১৬ই ডিসেম্বরঃ পারিবারিক বিবাদের জেরে দম্পতিকে মারধোর। ঘটনাটি ঘটেছে মালদার ইংলিশবাজার থানার এলাকায় শৈলপুর এলাকায়। গুরুতর আহত অবস্থায় ওই দম্পতি মালদা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। অভিযুক্ত আত্মীয়দের বিরুদ্ধে ইংলিশ বাজার থানায় লিখিত অভিযোগ দায়ের।
আহত ওই দম্পতির নাম বাবলু শেখ ও লালমন বিবি। তাদের দাবি বেশ কিছুদিন ধরে দুই ভাইয়ের সাথে পারিবারিক বিবাদ চলছিল বাবলু শেখের। সেই বিবাদের কারণে গতকাল বচসা বাধে। সেই সময় ওই দম্পতিকে ব্যাপক মারধর করা হয়। মেরে মাথা ফাটিয়ে দেওয়া হয় বাবলু শেখ এর। গুরুতর আহত অবস্থায় প্রতিবেশীরা ওই দম্পতিকে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। দুই ভাই মাহিদুর রহমান ও মিজানুর রহমান সহ ৫ জনের বিরুদ্ধে ইংলিশ বাজার থানায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে। অভিযুক্তরা এখনও গ্রেপ্তার হয়নি।