পারিবারিক বিবাদের জেরে রক্তাক্ত হলেন দম্পতি৷ মঙ্গলবার রাতে ঘটনাটি ঘটেছে হবিবপুর থানার ঋষিপুর গ্রামের দেবিনগর এলাকায়৷ ওই দম্পতি বর্তমানে মালদা মেডিকেল কলেজে চিকিৎসাধীন৷ তাঁদের নাম সঞ্জয় চৌধুরি (৪৫) ও জুবলি চৌধুরি (৪০)৷ স্থানীয় মানুষজন জানিয়েছেন, গতকাল রাতে তাঁরা সঞ্জয়বাবুদের প্রবল চিৎকার শুনে তাঁদের বাড়িতে ছুটে যান৷ দেখেন, ঘরের দরজা বন্ধ৷ তাঁরা অনেক ডাকাডাকি করলেও কেউ দরজা না খোলায় তাঁরা দরজা ভেঙে ঘরে ঢোকেন৷ দেখেন তাঁদের দুই সন্তান কাঁদছে৷ আরেকটি ঘরের দরজা ভেঙে তাঁরা চৌধুরি দম্পতিকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করেন৷ তাঁদের সঙ্গে সঙ্গে বুলবুলচণ্ডী হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ সেখান থেকে তাঁদের মালদা মেডিকেলে নিয়ে আসা হয়৷ তাঁরা গোটা ঘটনাটি হবিবপুর থানার পুলিশকে জানিয়েছেন৷