বন্ধুকে পালিয়ে বিয়ে করার সহযোগিতা করার সন্দেহে বন্ধুকে বেধড়ক মারধর দেওয়ার অভিযোগ উঠেছে বন্ধুর শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে নদীয়া রানাঘাট থানার রামনগর সন্ন্যাসী বাজার এলাকায়। আহত বন্ধুর নাম দেবরাজ দেবনাথ। বর্তমানে দেবরাজ গুরুতর আহত অবস্থায় রানাঘাট মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন। অভিযোগ রম্নগর বিলের মাছের বাবলু দেবনাথ এর মেয়ের সঙ্গে রামনগর ন বিঘা বাসিন্দা গৌরভ দেবনাথ সম্প্রতি পালিয়ে গিয়ে বিয়ে করেন। এই ঘটনায় রবিবার রাতে গৌরবের বন্ধু দেবরাজ দেবনাথ তার স্ত্রীকে নিয়ে পুজোর কেনাকাটা করার জন্য রামনগর এলাকায় একটি দোকানে যান। সেই সময় বাবলু দেবনাথ এবং তার স্ত্রী সহ বেশ কয়েকজন ওই কাপড়ের দোকানে দেবরাজ কে একা পেয়ে বেধড়ক মারধর দেয়। ঘরের মধ্যে আটকে রেখে দেবরাজ কে মারধর করা হয় বলে অভিযোগ। বন্ধুকে পালিয়ে বিয়ে করার সহযোগিতা করার অপরাধে দেবরাজ কে মারধর করা হয় বলে আহত দেবরাজ জানান। এরপর গুরুতর আহত অবস্থায় ঘটনাস্থল থেকে রানাঘাট থানার পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে রানাঘাট মহাকুমা হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যান। রাতেই রানাঘাট থানায় লিখিত অভিযোগের ভিত্তিতে পুলিশ বাবলু দেবনাথ এবং তার স্ত্রী সহ মোট চারজনকে গ্রেপ্তার করে। আজ তাদের রানাঘাট মহকুমা আদালতে তোলা হবে
পালিয়ে বিয়ে করার সহযোগিতা করার সন্দেহে বেধড়ক মারধর
পালিয়ে বিয়ে করার সহযোগিতা করার সন্দেহে বেধড়ক মারধর
Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram