‘পেটিকোট খুঁজে পাচ্ছি না’, শ্রীলেখার ঘর গোছাতে গিয়ে হারালেন মুনমুন!

‘পেটিকোট খুঁজে পাচ্ছি না’, শ্রীলেখার ঘর গোছাতে গিয়ে হারালেন মুনমুন!

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

বিনোদন -দু’জনেই টলি পাড়ায় বেশ জনপ্রিয় এবং চর্চিত। দুজনেই বোল্ড অভিনেত্রী হিসাবে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে দারুণ নাম কামিয়েছেন। একজন হলেন মহানায়িকা সুচিত্রা সেনের কন্যা তথা অভিনেত্রী মুনমুন সেন আর অন্যজন হলেন শ্রীলেখা মিত্র। আর এই দুজনকেই পাওয়া গেল একফ্রেমে। তাও আবার শ্রীলেখার ঘর গুছিয়ে দিতে ব্যস্ত মুনমুন। আর সেই মুহূর্তটি নিজের মোবাইলে ক্যামেরা বন্দি করলেন শ্রীলেখা। সোশ্যাল মিডিয়ায় ভিডিও শেয়ার হতেই তা মুহূর্তে ভাইরাল।

ফেসবুকে শেয়ার করা শ্রীলেখার সেই ভিডিওতে দেখা গিয়েছে, ছাই রঙের ফুলছাপ শাড়ি ও হাতকাটা ব্লাউজ পরে রয়েছেন মুনমুন সেন। ব্লাউজের ভেতর থেকে সুচিত্রা-কন্যার অন্তর্বাস দেখা যাচ্ছে। মুনমুন সেন সযত্নে শ্রীলেখার জলের বোতলগুলি গুছিয়ে রেখে দিচ্ছেন। শ্রীলেখাকে বলতে শোনা যাচ্ছে, ‘আমার ঘর গুছিয়ে দিচ্ছে কে দেখো। এই ভদ্রমহিলা আমার ঘর গুছিয়ে দিচ্ছে, কোনও মানে হয়। আর আমি করতেও দিচ্ছি।’ ঘর গোছাতে গোছাতেই মুনমুন বলে ওঠেন, ‘আমি আমার পেটিকোট খুঁজে পাচ্ছি না।’ এইসব দেখে বেশ অবাক শ্রীলেখা।

মুনমুন অনবরত ঘর গুছিয়েই চলেছেন। আর শ্রীলেখা তা মোবাইলে ভিডিও করছেন। সুচিত্রা সেনের কন্যা তাঁর ঘর গুছিয়ে দিচ্ছেন দেখে খুবই হতভম্ব শ্রীলেখা। এরপরই অভিনেত্রী চেঁচিয়ে বলেন, ‘আমার লজ্জা করছে। কী মিষ্টি মহিলা!’ কিন্তু এইসব শুনেও মুনমুন কিন্তু নিজের কাজ করেই চলেছেন। কখনও জলের বোতল একদিকে রাখছেন আবার কখনও বা স্যুটকেস থেকে জিনিস বের করে অন্যদিকে রাখছেন।

এরপর বাধ্য হয়েই শ্রীলেখা বলেন, ‘এ বার তুমি থামো তো।’ শ্রীলেখার স্যুটকেসের সামনে গিয়ে একের পর এক প্রশ্ন করতেও দেখা যায় মুনমুন সেনকে। তবে এই ভিডিও দেখে মনে হচ্ছে শ্রীলেখা কোনও হোটেল রুমে রয়েছেন আর সেখানেই তাঁর ঘর গোছাতে দেখা গেল মুনমুন সেনকে। এই ভিডিও শেয়ার করে শ্রীলেখা ক্যাপশনে লেখেন, কোনও মানে হয়! এত ভালবাসা নিয়ে কী করি! কেউ দেয়নি। তবে কী কারণে এই দুই অভিনেত্রী একসঙ্গে হয়েছেন তা জানা যায়নি। তবে মুনমুন সেনের এই কাণ্ড দেখে নেটিজেনরা তাঁকে অফুরন্ত ভালোবাসা দিয়েছেন।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top