মুর্শিদাবাদের কান্দি থানার ভবানীপুর হিন্দুস্থান পেট্রোলিয়াম বিনায়ক ফিলিং স্টেশনে পেট্রোলের সঙ্গে জল দেওয়ার অভিযোগ। তেল ভরে কিছু দুর যাওয়ার পর গাড়ি বিকল হয়ে পড়ে। সন্দেহ হতেই গাড়ির তেলর পাইপ খুলে দেখা যায় তেলের বদলে জল ভর্তি ট্যাঙ্ক । তেলর পাইপ দিয়ে বেরোচ্ছে জল।ঘটনায় উত্তেজনা ছড়ায় পাম্প চত্বরে।