নিজস্ব সংবাদদাতা,মালদা, ২৯শে নভেম্বর :পৈতৃক জমি সংক্রান্ত বিবাদের জেরে আহত দুই পরিবারের তিনজন। গুরুতর আহত অবস্থায় দুই জন মালদা মেডিকেলে চিকিৎসাধীন। বুধবার রাত্রিবেলা ঘটনাটি ঘটেছে বৈষ্ণবনগর থানার ভাগবানপুরের ঘেরা এলাকায়। এই ঘটনায় রাতেই দুই পরিবারের পক্ষ থেকে বৈষ্ণবনগর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
জানা গিয়েছে,ঘেরা এলাকায় বসবাস করেন আমির শেখ। তাঁদের ১২ শতক পৈতৃিক জমি রয়েছে। সেই জমিতে এদিন চাষাবাদ করতে যান তিনি ও তাঁর দুই ছেলে ডালু মিঞা (১৯) এবং সেলিম শেখ (২১)। অভিযোগ, সেই সময় আতাউর সাহেবের ছেলে সাদ্দাম হোসেন (২০) দলবল নিয়ে আমির শেখ ও তার ছেলেদের ওপর লাঠি নিয়ে চড়াও হয়ে মারধর শুরু করে। লাঠির আঘাতে গুরুতর আহত হয় ডালু ও সেলিম। সংঘর্ষে আহত হয় সাদ্দাম শেখও। ঘটনার গোলমাল শুনে ছুটে এসে স্থানীয় বাসিন্দারা তাদের দরিয়াপুর স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে আসে। আহতদের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় ডালু ও সাদ্দামকে মালদা মেডিকেলে স্থানান্তর করা হয়। বর্তমানে সেখানেই চিকিৎসাধীন তারা।এই ঘটনায় উভয়ে একে অপরের বিরুদ্ধে বৈষ্ণবনগর থানায় অভিযোগ দায়ের করেছে।গোটা ঘটনার তদন্তশুরু করেছে পুলিশ।