পৌরসভা ভোট নিয়ে রাজ্য সরকারকে একহাত নিলেন প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি তথা সাংসদ অধীর চৌধুরী। বুধবার মুর্শিদাবাদ জেলার বহরমপুরে জেলা কংগ্রেস কার্যালয়ে সাংবাদিক বৈঠকে অধীর চৌধুরী বলেন, পৌরসভা ভোট করছে না তার কারন তৃণমূল দল জানে পৌরসভা দশটা করে নেতা, আর দশটা করে নেতা মানেই দশটা করে লিষ্ট। তৃণমূল নেতারা বোম পিস্তল সব গুছিয়ে রেখেছে কংগ্রেস কে মারার জন্য নয় নিজেদের বিরুদ্ধে নিজেরা মারার জন্য। পশ্চিমবঙ্গ পৌর নির্বাচন হওয়া মানে সেখানে বোমা গুলি চলবে গত পঞ্চায়েত তা দেখা গেছে।