নিজস্ব সংবাদদাতা,কান্দি, ২রা ডিসেম্বর :মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন কথা মাথায় রেখে পৌর বাসিন্দাদের উন্নয়ন বাড়িতে পৌঁছে দিতে শনিবার বিকেল কান্দি পৌরসভার ১৫নং ওয়ার্ডের কেদারনাথ পৌর প্রাথমিক বিদ্যালয়ে নাগরিক কনভেনশন আয়োজন করা হয়। কান্দি পৌরসভার ১৫নং ওয়ার্ডের কাউন্সিলর গুরুপ্রসাদ মুখার্জি নিজস্ব উদ্যোগে এই নাগরিক কনভেনশন আয়োজন করা হয় এদিন।
এদিনের এই কনভেনশন উপস্থিত ছিলেন পৌরসভা ১৩নং ওয়ার্ডের কাউন্সিলর সামিউন খাতুন, প্রাক্তন ভাইস চেয়ারম্যান বন্দনা দাস সহ এলাকার বিশিষ্ট ব্যক্তিরা। এদিনের এই কনভেনশন থেকে সামাজিক সুরক্ষা যোজনা, নিজ গৃহ নিজ প্রকল্পের বাড়ি ফর্ম বিলি, নির্মল বাংলা জন্য এলাকার বাসিন্দাদের ফর্ম প্রদান করা হয়। এই কনভেনশন পেয়ে খুশি এলাকার বাসিন্দারা।